চীন স্পষ্টভাষী পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং-কে তার পদ থেকে সরিয়ে দিয়ে পূর্বসূরি ওয়াং-ই কে সেই পদে প্রতিস্থাপন করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘোষণায় রাষ্ট্রীয় গণমাধ্যম কিনকে অপসারণের কোনো কারণ দেখায়নি, তবে তার ব্যক্তিগত বিষয় এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে প্রায় এক মাস আগে তিনি দৃষ্টির বাইরে চলে যান। এরপরে এই ঘোষণা আসে।
মন্ত্রক ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত অস্বচ্ছ একটি রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যেখানে গণমাধ্যম এবং বাক স্বাধীনতা মারাত্মকভাবে সীমাবদ্ধ সেখানে কর্মীদের বিষয়ে যে পদ্ধতি অনুসরণ করা হয় তার সাথে তাল মিলিয়ে কিনের অবস্থা সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করেনি।
মঙ্গলবারের দৈনিক ব্রিফিং-এ মন্ত্রক কোনো মন্তব্য করেনি। চীনের ক্রমবর্ধমান আগ্রাসী পররাষ্ট্র নীতির বিরুদ্ধে বিদেশী প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপটি নেয়া হয়। কিন ছিলেন আগ্রাসী পররাষ্ট্র নীতির প্রধান প্রবক্তা।