ফিলিপাইন প্রথমবারের মতো নারী বিশ্বকাপে এসে প্রথম গোলের সুবাদে মঙ্গলবার গ্রুপ এ-র ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। নিউজিল্যান্ডের একটি সম্ভাব্য গোল বাতিল হলে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়।
পাঁচ দিন আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নরওয়েকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপে জয় পায় নিউজিল্যান্ড। ছয়টি বিশ্বকাপে প্রথমবারের মতো, ফুটবল ফার্নস ফেভারিট হিসাবে একটি ম্যাচে নেমে, আরও একটি জয়ের সাথে প্রায় নিশ্চিত ভাবে শেষ ষোলোতে পৌঁছে যাওয়া প্রথম দল হতে পারতো তারা।
কিন্তু ২৪তম মিনিটে ফিলিপাইনের হয়ে প্রথম শট থেকে গোল করে ফিলিপাইনের ঐতিহাসিক গোলটি করেন সারিনা বোল্ডেন।
প্রথম ২০ মিনিটে নিউজিল্যান্ডের আত্মবিশ্বাসী খেলা গ্রুপ পর্যায়ে তাদের প্রত্যাশাকেই প্রতিফলিত করছিল। ৮০% বল পজেশন নিয়ে মোট ৭৪ টি পাস থেকে ১১ টি সম্পূর্ণ করে, গোলের জন্য পাঁচটি প্রাথমিক শটে্র পর জয় তাদের অনিবার্য বলেই মনে হয়েছিল। যা তাদের পরের রাউন্ডে নিয়ে যেতে পারতো।
২০ তম মিনিটে ফ্রি কিক থেকে নিউজিল্যান্ডের গোলমাউথে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ফিলিপাইন এর সর্বোচ্চ সুযোগ নেয় । ২৪ মিনিটের মাথায় আরেকটি ফ্রি কিকের পর গোল পায় ফিলিপাইন।
আগামী রবিবার ডুনেডিনে সুইজারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড এবং অকল্যান্ডে নরওয়ের বিপক্ষে খেলবে ফিলিপাইন।