সোমবার নারী বিশ্বকাপ ফুটবলে জার্মানির প্রধান স্ট্রাইকার আলেকজান্দ্রা পপের দুই গোলসহ ৬-০ গোলে বিশ্বকাপে অভিষেক হওয়া মরক্কোকে হারিয়েছে জার্মানি।
পপের ১২তম মিনিটের হেডার মেলবোর্নে জার্মানদের পথ তৈরি করে দেয়।। বিরতির আগে তিনি আরও গোল করেন। দুইবারের চ্যাম্পিয়নরা টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়ের দিকে এগিয়ে যায়।
কাগজে কলমে এটি গ্রুপ পর্বের সবচেয়ে বড় ব্যবধানে জয় ছিল। বিশ্ব র্যাংকিং-এ তাদের মধ্যকার ব্যবধান ৭০। শুরু থেকে দুদলের মধ্যকার ব্যবধান স্পষ্ট ছিল।
অ্যাটলাস সিংহী জাদুর ঝলক দেখালেও কোনো গোল হয়নি।
তবে মেলবোর্ন রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম ভর্তি ২৭ হাজার ২৫৬ জন ভক্তের সামনে রূপকথার জয়ের সম্ভাবনা দেখা যায়নি।
২০০৩ এবং ২০০৭ সালে বিশ্বকাপ জয়ী জার্মানি চার বছর আগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল।
কিন্তু তারপর থেকে কোচ মার্টিনা ভস-টেকলেনবার্গ চিত্তাকর্ষক অগ্রগতি দেখিয়েছেন, একটি গতিশীল, ফ্রন্ট-ফুট দল গঠন করেছেন যা গত বছরের ইউরো কাপে রানার্স-আপ হয়েছিল।
তৃতীয় শিরোপা জেতার জন্য তারা ফেভারিটদের মধ্যে রয়েছে। বুহেলের লো ফ্রি কিকটি গোলপোস্ট ঘেষে চলে চলে যাওয়ার আগে প্রথম গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ে আনিসা লাহমারি মরক্কোর জন্য ঐতিহাসিক প্রথম গোল করা থেকে বঞ্চিত হন যখন তাকে অফসাইড ঘোষণা করা হয়। এরপর বল মাঠের অন্যদিকে চলে যায় এবং আইত এল হাজ একটি আত্মঘাতী গোল করেন।
একটি রক্ষণাত্মক হেডার তার পা থেকে ছিটকে যাওয়ার পরে ডিফেন্ডার বলটি নিজের জালে পাঠিয়ে দেন, রেদোয়ান মরিয়া হয়ে লাইনটি ক্লিয়ার করার চেষ্টা করার সাথে সাথে দ্বিতীয় আত্মঘাতী গোলটি হয়।