হলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ইয়াসুতোশি নিশিমুরা

হলি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ইয়াসুতোশি নিশিমুরা।

লি আর্টিজান হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী (এমইটিআই) ইয়াসুতোশি নিশিমুরা। সোমবার (২৪ জুলাই) মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র স্মৃতিসৌধে হলি আর্টিজান ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

তার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।এর আগে, ইয়াসুতোশি নিশিমুরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনালের মেট্রোরেল প্রকল্প ও নির্মাণ স্থল পরিদর্শন করেন।

উত্তরা নর্থ স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে, পল্লবী পর্যন্ত কয়েকটি মেট্রো স্টেশন অতিক্রম করে, একই স্টেশনে ফিরে আসেন তিনি। এসময় তার সঙ্গে থাকার জন্য তিনি প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান নিশিমুরা।