থাই নির্বাচনে বিজয়ী মুভ ফরওয়ার্ড পার্টি, সরকার গঠনে ব্যর্থ হওয়ার দ্বারপ্রান্তে 

মে মাসের সাধারণ নির্বাচনে মুভ ফরওয়ার্ড পার্টির নেতা, প্রধান বিজয়ী পিটা লিমজারোনারাত ১৯ জুলাই ব্যাংককের পার্লামেন্ট ত্যাগ করেছেন।

বিশ্লেষকরা বলছেন, গত মে মাসে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে যে দলটি জয়ী হয়েছে দেশটির পরবর্তী সরকার থেকে তাদের বাদ পড়ার ভালো সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য পার্লামেন্টে পুনরায় অধিবেশন বসতে চলেছে।

থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক থিটিনান পংসুধীরাক বৃহস্পতিবার ভয়েস অফ আমেরিকাকে বলেন, “বর্তমানে এই প্রবণতাই চলছে।”

বেশিরভাগ পণ্ডিতদের অবাক করে দিয়ে মে মাসের নির্বাচনে রাজনৈতিক ক্ষমতায় রাজপক্ষীয়, সামরিক প্রতিষ্ঠানের কয়েক দশকেরদখলদারিত্ব শিথিল করার প্রতিশ্রুতি ও তরুণদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুভ ফরওয়ার্ড পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।২০১৪ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী সাবেক জেনারেলদের সমর্থনকারী রক্ষণশীল,সামরিকপন্থী দলগুলোকে পরাজিত করে তারা নিম্নকক্ষের ৫০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে জয় লাভ করে।

নির্বাচনের পরের দিনগুলিতে,মুভ ফরওয়ার্ড প্রতিনিধি পরিষদে মোট ৩১২টি আসন অর্জন করে আট-দলীয় জোট গঠন করেছিল। তবে দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটা লিমজারোয়েনরাত ১৩ জুলাই হাউজ ও সামরিক বাহিনী কর্তৃক নিযুক্ত সেনেটের যৌথ অধিবেশনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন।

.

বুধবার তাদের অধিবেশনে,একই সিনেটর এবং রক্ষণশীল আইনপ্রণেতারা ব্যর্থ প্রস্তাবটিদু'বার করা থেকে বিরত থাকার কথা উল্লেখ করে পিটার পক্ষে আবার ভোট দিতে অস্বীকৃতি জানান।

বিতর্কের সময়, পিটাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার পক্ষে যারা বিরোধিতা করেছিলেন তারাই মুভ ফরওয়ার্ড দল যে ফৌজদারি বিধির ১১২ অনুচ্ছেদ সংশোধন যা বিতর্কিত রয়্যাল ডিফর্ম্যাশন ল বা রাজতন্ত্রের মানহানি আইন পাল্টানোর অঙ্গীকার করেছিল তাদের বিরুদ্ধে রাজা, তার উত্তরাধিকারী বা প্রতিনিধিকে অপমান করার দায়ে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখে।

তবে বিশ্লেষকরা বলছেন, পিটা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে সফল হতে হলে ফিউ থাইকে যথেষ্ট রক্ষণশীল ও সিনেটরদের মন জয় করতে ব্লক থেকে সরে আসতে হবে।