ফিলিস্তিনি মন্ত্রক বলছে,ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে

শোকার্তরা অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষে নিহত ফিলিস্তিনিদের লাশ বহন করছে। ৫ জুলাই, ২০২৩। ফাইল ছবি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের গুরুত্বপূর্ণ একটি পবিত্র স্থানের কাছে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বাহিনী একজন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ইসরাইলি সেনাবাহিনী এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের ওপর ফিলিস্তিনিদের একের পর এক আক্রমণ এবং ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার পর পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেছেন, সেনাবাহিনী ইসরাইলিদের একটি দলকে নাবলুসের কাছে একটি পবিত্র স্থানে নিয়ে যাচ্ছিল। সেসময় কয়েক ডজন ফিলিস্তিনি টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং সেনাদের দিকে বিস্ফোরক ও পাথর ছুঁড়ে মারে।

ইসরাইলিরা জোসেফের সমাধির দিকে রওনা হয়েছিল। তাকে বাইবেলের পিতৃপুরুষ জোসেফের শেষ বিশ্রামস্থল বলে মনে করা হয়। পশ্চিম তীরের এই স্থানে নিয়মিতই সহিংসতার ঘটনা ঘটে। এটি পবিত্র স্থান হিসেবে সম্মানিত।

সেনাবাহিনী নিয়মিতভাবে তীর্থযাত্রীদেরকে এই স্থানে নিয়ে যায়। ফিলিস্তিনিদের দাবি, এই সব পরিদর্শন উস্কানিমূলক।

উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুসারে, এই বছর ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের সাথে যুক্ত সহিংসতায় কমপক্ষে ১৯৬ জন ফিলিস্তিনি, ২৭ জন ইসরাইলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে।

এর মধ্যে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি এবং ইসরাইলের পক্ষে বেশিরভাগ বেসামরিক নাগরিক এবং সংখ্যালঘু তিনজন আরব সদস্য রয়েছে।

ইসরাইল ১৯৫৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে আছে। প্রায় ৪ লাখ ৯০ হাজার ইসরাইলি এই অঞ্চলে বসবাস করে। অঞ্চলটিতে বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।