কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ পুনরায় শুরু করতে ইউক্রেনের প্রচারাভিযান 

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ২০ জুলাই ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

পাকিস্তান সফরকালে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্রো কুলেবা বৃহস্পতিবার বৈশ্বিক খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষ্ণ সাগরশস্য উদ্যোগ পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন।


পররাষ্ট্রমন্ত্রী কুলেবা দু’দিনের সরকারি সফরের শুরুতে ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিসহ সংবাদদাতাদের সঙ্গে কথা বলেন। ১৯৯৩ সালে পাকিস্তান ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম ইউক্রেনের কোনো পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসনের পর ইউক্রেন বন্দরের ওপর রাশিয়া যে অবরোধ দিয়েছিল তা তুলে নিতে গতবছর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ চুক্তি স্বাক্ষরিত হয়।


মস্কো সোমবার ঐ চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে যে ঘোষণায় ইউক্রেনীয় শস্যের উপর নির্ভরশীল অনেক দেশে খাদ্য ঘাটতি এবং মুদ্রাস্ফীতি হ্রাস করার ক্ষেত্রে সহায়তা পাওয়া যেত।

কুলেবা বলেন, "আমরা দুঃখিত যে রাশিয়ার চুক্তি প্রত্যাহারের ফলে ইউক্রেন, এশিয়া ও আফ্রিকার দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটি করার মাধ্যমে রাশিয়া বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাকেউল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে এবং ইতোমধ্যে আমরা খাদ্যের দাম বাড়তে দেখছি।”


তিনি বলেন, চুক্তি থেকে সরে আসার পর রাশিয়া বুধবার ইউক্রেনের বন্দরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং বন্দরের অবকাঠামো ধ্বংস করে দেয় যার ফলে দেশের রফতানি আবার শুরু করা আরও কঠিন হয়ে পড়ে।

রাশিয়া বৃহস্পতিবার থেকে ইউক্রেনের কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের বিরুদ্ধে জাহাজগুলিকে সতর্ক করে বলেছে যে এগুলিকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসাবে দেখা হবে।