স্টকহোমে এক ব্যক্তি কুরআন অবমাননা করায় সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিল ইরাক

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, বাগদাদে সুইডিশ দূতাবাসের দেওয়ালে চড়াও হয়েছে বিক্ষুব্ধরা।

ইরাকের প্রধানমন্ত্রী ইরাক থেকে সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে, বৃহস্পতিবার সুইডেন থেকে ইরাকি চার্জ ডি'অ্যাফেয়ার্সকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কারণ এক ব্যক্তি সুইডিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্টকহোমে কুরআনের একটি অনুলিপির অবমাননা করেছেন।

ইসলামি পবিত্র গ্রন্থের একটি কপি পরিকল্পিতভাবে পোড়ানোয় বিক্ষোভকারীরা বৃহস্পতিবার ভোরে বাগদাদে সুইডিশ দূতাবাস চত্বরে প্রবেশ করে এবং একটি ছোটখাটো অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এরপরই কূটনৈতিক টানাপড়েন শুরু হয়।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী নিরাপত্তা কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এক বিবৃতিতে বলেছেন যে, ইরাকি কর্তৃপক্ষ অগ্নিসংযোগের জন্য দায়ীদের বিচার করবে এবং তদন্তে "অমনোযোগী নিরাপত্তা কর্মকর্তাদের"ও বিচারের আওতায় আনা হবে।

তবে, বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকি সরকার বুধবার সুইডিশ সরকারকে জানিয়েছে যে কুরআন পোড়ানোর ঘটনা অব্যাহত থাকলে ইরাক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। কয়েক ঘন্টা পরে, সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দেন সুদানী।

স্টকহোমে ইরাকি দূতাবাস থেকে প্রায় ১০০ মিটার (৩০০ ফুট) দূরে এক জায়গায় দুই ব্যক্তি ইসলাম বিরোধী বিক্ষোভ করার পরে এই ঘোষণা করা হয়। এদের মধ্যে একজনকে সুইডিশ মিডিয়া সালওয়ান মোমিকা বলে চিহ্নিত করেছে। তিনি সুইডেনে বসবাসকারী একজন ইরাকি খ্রিস্টান। তিনি কুরআনে লাথি মেরেছিলেন, কিন্তু আগুন দেননি।