বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’–এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জেলার উদয় সাগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
আটক রুহুল আমিন (৫৩) জেলার আনসার আলীর ছেলে।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উদয় সাগর এলাকায় গোপন সভা করার সময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় ঘটনাস্থল থেকে রুহুল পালিয়ে যেতে সক্ষম হন। গ্রেপ্তার এড়াতে তিনি প্রায়ই অবস্থানের পরিবর্তন করতেন বলেও জানায় পুলিশ।