মিশরের অধিকার বিষয়ক গবেষকের মুক্তির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

ইতালীয় বংশোদ্ভূত মিশরীয় গবেষক প্যাট্রিক জাকি বিচারের শুনানির জন্য মিশরের উত্তর নীল ব-দ্বীপ শহর মানসুরার একটি আদালতে পৌঁছেছেন। ২১শে জুন, ২০২২। (ফাইল ছবি)

মিশরের অধিকার বিষয়ক গবেষক প্যাট্রিক জাকিকে তার লেখা একটি নিবন্ধের জন্য মঙ্গলবার তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর, তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জাকিকে তার নিবন্ধে "মিথ্যা খবর প্রচার করার" জন্য দোষী সাব্যস্ত করেছে মনসুরার নাইল ডেল্টা শহরের একটি আদালত। ওই নিবন্ধে তিনি মিশরে খ্রীস্টানদের প্রতি বৈষম্যের কথা বর্ণনা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর টুইট করেছে, “মিশরের মানবাধিকার রক্ষক প্যাট্রিক জাকির ৩ বছরের সাজা নিয়ে আমরা উদ্বিগ্ন। তাকে এবং অন্যায়ভাবে আটক অন্যদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। মিশরীয়দের অবশ্যই ভয় ভীতির ঊর্ধ্বে থেকে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে সক্ষম হতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মানবাধিকারের অগ্রগতি অত্যন্ত অপরিহার্য।”

২০২০ সালের ফেব্রুয়ারিতে মিশর সফরের সময় যখন তাকে গ্রেপ্তার করা হয়, সেসময় জাকি ইতালিতে স্নাতক ছাত্র হিসাবে অধ্যয়ন করছিলেন। বিচারের আগে তিনি ২২ মাস কারাগারে আটক ছিলেন।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।