বুরকিনা ফাসোতে ১০ বেসামরিক নাগরিক নিহত; স্থানীয়দের দাবি, 'সন্ত্রাসী হামলা'

বুরকিনা ফাসো

বুরকিনা ফাসোর জান্তা নেতা মঙ্গলবার দেশটির জিহাদি বিদ্রোহীদের “কাপুরুষোচিত আচরণের” তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে স্থানীয় এবং নিরাপত্তা সূত্র জানায় দুইটি হামলায় কমপক্ষে ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় কোসি প্রদেশের স্থানীয় রাজধানী নুনার বাসিন্দাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তারা জানান, সোমবার গভীর রাতে শহরটিতে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছে।“

সাম্প্রতিক মাসগুলিতে নুনা জিহাদি আক্রমণ থেকে পালিয়ে আসা হাজার হাজার লোকের আশ্রয়স্থল হয়ে উঠেছে।

একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ওই এলাকায় রকেটের টুকরো পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, একই সন্ধ্যায় আইভরি কোস্ট সীমান্তের কাছে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে টন্ডৌরাতেও হামলা চালানো হয়।

বুরকিনা ফাসোর ক্ষমতাসীন সামরিক জান্তা ২০১৫ সালে প্রতিবেশী মালি থেকে জিহাদি বিদ্রোহের মুখোমুখি হয়। একটি এনজিও-র তথ্য অনুযায়ী সহিংসতায় ১০ হাজারের বেশি বেসামরিক মানুষ, সেনা এবং পুলিশ নিহত হয়েছে। ২০ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে।