পিরোজপুর ও খুলনায় বিএনপির ৪৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা—গ্রেপ্তার ১৫

প্রতীকী ছবি।

বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মঙ্গলবারের (১৮ জুলাই) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগে পিরোজপুর ও খুলনা জেলায় দলটির ৪৬০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পিরোজপুরে দলটির ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুর ৩৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

পিরোজপুর বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দলটির ৩৮০ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে পৃলিশ।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার রাতে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, পুলিশ এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

মামলায় বিএনপির পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ ৮০ জন এবং অজ্ঞাত প্রয় ৩০০ বিএনপির নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার শহরের সার্কিট হাউস সড়কে বিএনপির পদযাত্রার সময়ে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে এবং ইট ছুঁড়তে থাকে। এ ঘটনায় পুলিশের ৭ জন আহত হয়। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে বিএনপির পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক আলমগীর হোসেন জানান, পুলিশ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিচার্জ করেছে। এতে তাদের ১০–১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

খুলনায় বিএনপির ৮০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনায় বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের কাজে বাধা, হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপি ও এর অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের ১৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বাদী হয়ে এ মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন—বিএনপি স্থানীয় নেতা–কর্মী মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, ইবাদুল হক রুবায়েত, মো. হেলাল আহমেদ সুমন, মো. তাজিম বিশ্বাস, মো. রবি, আসাদুজ্জামান মিঠু, হেলাল হোসেন গাজী, বেলাল হোসেন গাজী, মো. নাছিম, শেখ নাদিমুজ্জামান জনি ও খায়রুজ্জামান সজিব এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, ছাত্রদলের খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি ও সদস্য সচিব তাজিম বিশ্বাস।

মামলার বাদী খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, পুলিশের কাজে বাধার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।