মঙ্গলবার ভারতের ২৪টির বেশি বিরোধী দল বলেছে, তারা আগামী বছরের সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে লড়াই করার জন্য “ইন্ডিয়া” নামে একটি জোট গঠনের জন্য হাত মিলিয়েছে।
জোটটির ইন্ডিয়া নামকরণকে ২০২৪ সালের মে মাসের মধ্যে নির্বাচনে বিজেপিকে নিজস্ব জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ করার জন্য বিরোধী দলের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হয়।
প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গ বলেন, ভারত “ভারতীয় জাতীয় উন্নয়নমূলক অন্তর্ভুক্তিমূলক জোট”-এর পক্ষে দাঁড়িয়েছে।
দক্ষিণের শহর বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের দুদিনের বৈঠক শেষে খারগে সংবাদদাতাদের বলেন, “মূল লক্ষ্য হলো গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করার জন্য একসাথে কাজ করা।”
দলগুলোর মধ্যে অনেকগুলো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এবং জাতীয় স্তরে বিভক্ত হয়ে পড়েছে। ভারতের সংসদে ৫৪২ সদস্যের নিম্নকক্ষে বিজেপির আসন হলো ৩০১টি। দলগুলো মোট আসন এর চেয়ে কম।
বিজেপি বিরোধী দলকে সুবিধাবাদী এবং দুর্নীতিবাজদের জোট বলে সমালোচনা করেছে এবং মঙ্গলবার ৩৮ দলীয় জাতীয় গণতান্ত্রিক জোটের একটি সভা করছে। বিজেপি জোটটির নেতৃত্বে রয়েছে।
একটি অভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক নীতির প্রথম ইঙ্গিত হিসেবে জোট বলেছে, তারা ক্রমবর্ধমান মূল্য এবং বেকারত্বের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করবে।
রাহুল গান্ধী বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই হলো “ভারতের আদর্শ রক্ষা করার, ভারতীয় জনগণের কণ্ঠস্বর রক্ষা করার লড়াই।”