ইউক্রেনীয় শস্য চুক্তি বাতিল করায় দাতা-গোষ্ঠীর নিন্দা

Iইস্তাম্বুলের বসফরাস প্রণালীর মুখে কৃষ্ণ সাগরে নোঙ্গর করে রাখা জাহাজ টিকিউ সামসুন পরিদর্শন করছেন এক কর্মকর্তা। জাহাজটি ইউক্রেনের ওডেসা থেকে শস্য বহন করে এনেছে; (জাতিসংঘ প্রকাশিত ছবি), ১৭ জুলাই ২০২৩।

সক্রিয়বাদী গোষ্ঠীগুলো সোমবার সতর্ক করেছে যে রুশ সরকার কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তি অব্যাহত রাখার সিদ্ধান্ত স্থগিত করায়, খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা বিশ্বের লাখ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ উল্লেখযোগ্য হারে ক্ষতিগ্রস্ত হবে।

ইউক্রেনীয় বন্দর থেকে তুরস্ক হয়ে ভূমধ্যসাগরে শস্য বহন করে নিয়ে যাওয়া জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চয়তা দেয়ার চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে, রাশিয়া প্রকারান্তরে বিশ্বের অন্যতম শীর্ষ শস্য উৎপাদক দেশের, বিশ্ব বাজারে শস্য সরবরাহ করা বন্ধ করে দিয়েছে।

রাশিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ কয়েকজন বিশ্ব-নেতা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান। তারা গত বছর এই চুক্তি সম্পাদনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

গুতেরেস সোমবার বলেন, “রুশ ফেডারেশন কৃষ্ণ সাগর উদ্যোগ বাতিলের সিদ্ধান্ত নেয়ায় আমি অত্যন্ত দুঃখিত। লাখ লাখ মানুষ ক্ষুধার্ত থাকার ঝুঁকিতে পড়তে যাচ্ছে।আর, বিশ্বজুড়ে ভোক্তারা ইতোমধ্যে জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ার সংকটে ভুগছেন; তাদেরকে এর মূল্য দিতে হবে।”

টুইটারে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেইয়েন লিখেন, “জাতিসংঘ ও তুরস্কের পদক্ষেপ স্বত্বেও, রাশিয়ার কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ বাতিলের এমন নিষ্ঠুর সিদ্ধান্তের প্রতি আমি তীব্র নিন্দা জানাই।”

হোয়াইট হাউজে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি রাশিয়ার সিদ্ধান্তকে “দায়িত্বজ্ঞানহীন” ও “বিপজ্জনক” বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই সিদ্ধান্ত খাদ্য স্বল্পতা তীব্রতর করবে। আর, বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা লাখো মানুষের আরো ক্ষতি হবে।”

ভয়েস অব আমেরিকার ভেরোনিকা বালদেরেস ইগলেসিয়াস এই প্রতিবেদনে অবদান রেখেছেন