ঢাকা-১৭ আসনের ভোট: সিসিটিভি ক্যামেরায় ইসি’র পর্যবেক্ষণ, এক প্রার্থী আহত

কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ জুলাই, ২০২৩।

ঢাকা-১৭ উপনির্বাচনে, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম সোমবার বনানী এলাকায় একটি ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।

সেখানে উপস্থিত সংবাদদাতারা জানিয়েছেন, হিরো আলম বিকালে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন। হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সামনেই স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা করা হয়েছে। হিরো আলমকে স্যালাইন দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো নয়।”