জাকার্তায় আসিয়ান বৈঠকের বাইরে, ভারত ও চীনের শীর্ষ কূটনীতিকরা একে অপরের সঙ্গে কথা বলেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ভারতীয় সমকক্ষ সুব্রহ্মণ্যম জয়শঙ্কর-কে বলেছেন যে, দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওয়াং ই, জয়শঙ্করকে বলেছেন, "দুই পক্ষকেই একে অপরকে সমর্থন করা উচিত। একে অপরকে হেয় করা বা সন্দেহ করার বদলে, একসাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পন্ন করা উচিত।"
দেশ দুটি মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত; যেখানে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হতে পারে। তবে, বেশ কয়েকটি সীমান্ত-চুক্তি সম্পাদিত হওয়ায়, সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে।
উল্লেখ্য যে ২০২০ সালে দুই দেশের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়লে ২০ জন ভারতীয় সৈন্য ও চার জন চীনা সৈন্য নিহত হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সীমান্ত সমস্যা নিয়ে আরো একটি বৈঠক করতে সম্মত হয়েছে ভারত।
ভারত এখন চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ।