শিক্ষাবিদ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বুলবুল মহলানবীশ মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। শুক্রবার (১৪ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাগ্নি অভিনেত্রী জয়িতা মহলানবীশ।
জয়িতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুলবুল মহলানবীশ-এর ছেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর, তার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে যাত্রা শুরু করেন বুলবুল মহলানবীশ। বাংলাদেশের স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। তিনি টেলিভিশন, রেডিও এবং মঞ্চে কাজ করেছেন। শিল্প-সাহিত্য, সংগীত এবং থিয়েটার এবং উপস্থাপনায় ছিলো তার সরব উপস্থিতি।তার গানের দুটি অ্যালবাম প্রকাশ হয়েছিলো এবং ১২টি বই প্রকাশ হয়েছে।
বুলবুল মহলানবীশ ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সংগীত চর্চা ও শিক্ষকতার পাশাপাশি, বুলবুল মহলানবীশ বিভিন্ন সাংগঠনিক পদে তার দক্ষতা প্রদর্শন করেছেন। পেশাগত জীবনে তিনি নজরুল সংগীত শিল্পী পরিষদের সহ-সভাপতি ও রবীন্দ্র একাডেমির সেক্রেটারি এবং জাতীয় কবিতা পরিষদ, উদীচীসহ বিভিন্ন সংগঠনের হয়ে আজীবন কাজ করেছেন।সেক্টর কমান্ডারস ফোরাম বাংলাদেশ-এর সঙ্গেও তিনি নেতৃত্ব পর্যায়ে যুক্ত ছিলেন।