ঢাকায় আওয়ামী লীগের 'শান্তি' সমাবেশ

Your browser doesn’t support HTML5

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন হবে না। “আমাদের এক দফা দাবি, তা হলো শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন। যেখানে বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ, আমাদের দাবি উল্টো”। রাজধানী ঢাকার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিএনপির পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা আয়োজিত যৌথ শান্তি সমাবেশে বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলনের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে ছাড়া আমাদের নির্বাচন হবে না। বিএনপি জানে তারা নির্বাচনে হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার মুখে তারা ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে হিংসা করে”। ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন শেখ হাসিনার অপরাধ। তাঁর অপরাধ তিনি ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। বিএনপির একটি স্বপ্নের মৃত্যু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা এখন আবার স্বপ্ন দেখছে। তিনি প্রশ্ন করেন, “তারা কী স্বপ্ন দেখছে, শেখ হাসিনার পদত্যাগ?” ওবায়দুল কাদের বলেন, “আপনারা (বিদেশি প্রতিনিধিদল) অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। আমরাও তা চাই। যে কেউ অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে”।

তিনি বলেন, তাদের এক দফা সংবিধান অনুযায়ী নির্বাচন এবং এই লক্ষ্য অর্জনে তারা কাজ করে যাচ্ছেন। দলের নেতাদের ঐক্যবদ্ধভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচন পর্যন্ত খেলা চলবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে কোনো অপশক্তি তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না”। সমাবেশে ওবায়দুল কাদের দলের নেতাদের নির্বাচনের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করতে বলেন এবং সব উপ-সংগঠনের নেতাদের সমাবেশ করার নির্দেশ দেন।