কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'মহব্বত কি দুকান' শ্লোগানকে ‘নফরত কা মেগা মল’ বলে আক্রমন বিজেপি সভাপতি নাড্ডা-র

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'মহব্বত কি দুকান' শ্লোগানকে ‘নফরত কা মেগা মল’ বলে আক্রমন বিজেপি সভাপতি নাড্ডা-র

ভারত জুড়ে ঘৃণা, বিভাজনের রাজনীতির জবাবে রাহুল গান্ধী প্রেমের বিপণী (মহব্বত কি দুকান) খোলার কথা বলেছেন। কংগ্রেস নেতার কথায়, জাত-ধর্ম নির্বিশেষে মানুষকে ভালবেসে কাছে টেনে নেওয়াই তাঁর রাজনীতি।

চলতি সপ্তাহের শুরুতে সোমবার ১০ জুলাই প্রধানমন্ত্রী মোদীর রাজ্য গুজরাতের গোধরায় এক জনসভায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে এই স্লোগান নিয়েই তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রাহুলের বিরুদ্ধে পাল্টা বিভেদের রাজনীতি করার অভিযোগ তুলে নাড্ডা বলেন, "উনি আসলে ঘৃণা বিপণনের মেগা মল (‘নফরত কা মেগা মল’)।" বিজেপি সভাপতি নির্দিষ্টভাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনাকে নিশানা করেন গোধরার মাটিতে দাঁড়িয়ে। উল্লেখ্য, ২০০২ সালে গুজরাতের এই জায়গায় সবরমতী এক্সপ্রেসে অযোধ্যা ফেরৎ করসেবকদের ট্রেনের মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল। তার জেরে ছড়িয়ে পড়েছিল গুজরাত দাঙ্গা।

সোমবার সেখানেই মোদী সরকারের নয় বছর পূর্তি উদযাপনের সভায় বিজেপি সভাপতি বলেন, "বড় অবাক হতে হয় ওঁর (রাহুলের) মুখে গণতন্ত্র বিপন্নতার কথা শুনতে। উনি লন্ডন-যুক্তরাষ্ট্রে গিয়ে বলে আসছেন ভারতে গণতন্ত্র নেই। অথচ ওঁর ঠাকুমা জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রকে পিষে মেরেছিলেন। হাজার হাজার গণতন্ত্রপ্রেমীকে জেলে পুরেছিলেন।"

রাহুল গান্ধী যদিও তাঁর রাজনৈতিক স্ট্র‍্যাটেজি হিসাবে ভালবাসার দোকান খুলে বসার রাজনীতির কথাই বলে চলেছেন। কয়েক দিন আগেই প্রাক্তন কংগ্রেস সভাপতি সিমলা যাওয়ার পথে হরিয়ানায় ধানক্ষেতে দাঁড়িয়ে কৃষকদের দুর্দশার কথা শোনার পর তাঁদেরও ঘৃণা, বিদ্বেষ থেকে দূরে থাকার পরামর্শ দেন। তার আগে দাঙ্গা বিধ্বস্ত মণিপুরেও রাহুল বিবদমান দুই পক্ষকেই এখন ভালবাসার দোকান খুলে বসার পরামর্শ দিয়েছিলেন।

অন্যদিকে, রাহুল-সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে নিম্নরুচির রাজনীতি করার অভিযোগ করে নাড্ডা বলেন, "ওঁরা প্রধানমন্ত্রীকে নানাভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এমনকী প্রধানমন্ত্রী একটা সময় চা বিক্রি করেছেন বলে তাঁর সম্পর্কে চাওয়ালা শব্দটিও ব্যবহার করা হয়েছে অসম্মান করার উদ্দেশে।"

নাড্ডা বলেন, "রাহুল গান্ধীর মুখে ‘মহব্বত কি দুকান’ কথাটি মানায় না। আসলে উনি ‘নফরত কা মেগা মল’ খুলে বসেছেন। ওঁর মুখে সর্বদা বিভাজনের কথা।" নাড্ডা আরও যোগ করেন, "এ সবই আসলে চরম হতাশা থেকে হচ্ছে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে বিরোধীরা সহজভাবে নিতে পারছেন না।"