বিশ্বখ্যাত লেখক-ঔপন্যাসিক মিলান কুন্ডেরা প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

লেখক-ঔপন্যাসিক মিলান কুন্ডেরা, ২৭ জুন ১৯৬৭, প্রাগ।

চেক বংশোদ্ভূত ফরাসী লেখক-ঔপন্যাসিক মিলান কুন্ডেরা প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুপরিচিত উপন্যাস 'দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিং' এর লেখক কুন্ডেরা-র বয়স হয়েছিল ৯৪ বছর।

সাবেক চেকোস্লোভাকিয়ায় রুশ আক্রমণের বিরুদ্ধে লেখার কারণে ১৯৭৫ সালে তাকে ফ্রান্সে নির্বাসনে চলে যেতে হয়। 'দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিং'-এর শুরুতেই প্রাগ শহরে সোভিয়েট ট্যাঙ্ক হামলার বিবরণ রয়েছে।

১৯৮৯ সালে কমিউনিস্ট শাসনের পতন হলে জন্ম হয় চেক রিপাবলিকের। কিন্তু ততদিনে কুন্ডেরা নতুন পরিচয়ে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন।

চেক প্রধানমন্ত্রী পেটর ফিয়ালা এক টুইট বার্তায় বলেন, কুন্ডেরা তার লেখনীর মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রজন্মের পাঠকদের কাছে পৌঁছোতে পেরেছিলেন।