২০৪৫ সালের মধ্যে বিশ্বব্যাপী জ্বালানীর চাহিদা ২৩% বৃদ্ধি পাবে, বলছে ওপেক

মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থার (ওপেক) মহাসচিব হাইথাম আল ঘাইস। ৯ই মার্চ, ২০২৩। (ফাইল ছবি)

ওপেক মহাসচিব হাইথাম আল ঘাইস মঙ্গলবার নাইজেরিয়ার তেল ও গ্যাস সম্মেলনে বলেছেন, ২০৪৫ সালের মধ্যে সব ধরনের জ্বালানীর বৈশ্বিক চাহিদা ২৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেক-এর তেল নির্বাহী এবং কর্মকর্তারা তেল উৎপাদন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার জন্য বারবার গুরুত্ব আরোপ করেছেন, সতর্ক করেছেন যে অন্যথায় তেলের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে।

আল ঘাইস আরও বলেন, তেলের নতুন প্রকল্পে অর্থায়ন সীমিত বা বন্ধ করার আহ্বান অবাস্তব এবং অযৌক্তিক। তবে, ক্রমাগত জীবাশ্ম জ্বালানী নির্গমন মোকাবেলায় প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা তিনি স্বীকার করেছেন।

তিনি বলেন, "২০৪৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রাথমিক জ্বালানীর চাহিদা উল্লেখযোগ্যভাবে ২৩% বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার অর্থ আমাদের সব ধরণের জ্বালানীর প্রয়োজন হবে।"

আল ঘাইস বলেন, একই সময়ের মধ্যে বিশ্বব্যাপী তেল শিল্পের জন্য ১২,১০,০০০কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন, কিন্তু শিল্পটি এখনও বিনিয়োগের সেই স্তরে পৌঁছানোর পর্যায়ে যায়নি।

ওপেকের ঘনিষ্ঠ সূত্রগুলি বলেছে, তারা সম্ভবত আগামী বছরের জন্য তেলের চাহিদা বৃদ্ধির উপর একটি উত্সাহী দৃষ্টিভঙ্গি বজায় রাখবে, এবং সংস্থাটি এই মাসের শেষের দিকে তাদের প্রথম অভিমত প্রকাশ করবে। এই বছর থেকে ধীরগতির পূর্বাভাস দিয়েছিল ওপেক, তবে তা এখনও গড় বৃদ্ধির উপরেই থাকবে বলে আশা করা হয়েছে।

বিশ্ব কোভিড মহামারী থেকে বেরিয়ে আসার সাথে সাথে অস্বাভাবিকভাবে বেশি চাহিদার ফলে, ২০২৪-এর জন্য ওপেক-এর পূর্বাভাস, সম্ভবত এই বছরে প্রতিদিন ২৩ লাখ ৫০ হাজার ব্যারেল কিংবা ২.৪% বৃদ্ধির প্রত্যাশিত প্রবৃদ্ধির চেয়ে কিছুটা কম হতে পারে।