কানাডায় শিখ নেতা খুন হবার ঘটনায় প্রতিবাদ

কানাডার টরন্টোতে ভারতীয় কনস্যুলেটের সামনে খালিস্তানের স্বাধীনতার জন্য একটি বিক্ষোভের সময় পুলিশ একজন শিখ প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে। ৮ জুলাই, ২০২৩।

ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে গত মাসে এক শিখ নেতার অমীমাংসিত খুনের প্রতিবাদে, শনিবার কানাডার শিখ সম্প্রদায়ের কয়েকশ’ সদস্য টরন্টোতে ভারতীয় কনস্যুলেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে।

তারা একটি শিখ মন্দিরের সভাপতি এবং খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের প্রচারক হরদীপ সিং নিজারকে গুলি করে হত্যা করার জন্য ভারত সরকারকে দায়ী করেছে।

সমাবেশের সমর্থক যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিসের মুখপাত্র কুলজিৎ সিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, "যখন একটি ভারতীয় সংস্থা এবং সিস্টেম কোনো অপরাধ করে, তখন তাদের নিশ্চিত জবাবদিহি করতেই হবে।"

গত ১৮ জুন কানাডার শিখদের অন্যতম প্রধান আবাসস্থল ভ্যাঙ্কুভারের উপকণ্ঠ সারেতে নিহত হন নিজার। তাকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল ভারত।

নিজার উত্তর ভারতের কিছু অংশ এবং সম্ভব হলে পাকিস্তানের কিছু অংশ অধিভুক্ত করে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের পক্ষে ছিলেন। ভারত নিজার কে দেশটিতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে, যদিও সে অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

বিক্ষোভকারীরা, যাদের বেশিরভাগই পুরুষ, তারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রতিনিধিত্বকারী নীল লোগোসহ হলুদ পতাকা বহন করে এবং "খালিস্তান! খালিস্তান!" বলে স্লোগান দেয়।

শিখ নেতা খুন হবার পর থেকে কানাডা ও ভারতের মধ্যে উত্তেজনা বেড়েছে।

নয়াদিল্লি নিয়মিতভাবে অটোয়াকে কানাডার শিখ বিক্ষোভকারীদের সামলানোর ব্যাপারে শিথিলতার অভিযোগ করে আসছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বলেছেন, “আমরা কানাডা সরকারকে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলেছি।

কানাডা, ভারতের পাঞ্জাব রাজ্যের বাইরে সবচেয়ে বেশি সংখ্যক শিখের আবাসস্থল।