জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক প্রতিষ্ঠানের প্রধান শনিবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা। জাপানের সুনামি-বিধ্বস্ত ফুকুশিমা প্ল্যান্ট থেকে শোধিত তেজস্ক্রিয় জল নিষ্কাশনের পরিকল্পনা থেকে যে শঙ্কা সৃষ্টি হয়েছে, সেই শঙ্কা দূর করতে এই বৈঠক।
ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি জাপান-সফর শেষ করে, শুক্রবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। এই সফরকালে, ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বর্জ্য-জল সমুদ্রে নিষ্কাশন করার পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে পর্যবেক্ষক সংস্থা।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তার আগমনের সময় সোওল জিমপো বিমানবন্দরে বিক্ষোভ দেখানো হয়।
গ্রসি সংবাদ সংস্থা ইয়োনহাপকে শনিবার বলেছেন, আইএইএর ফুকুশিমা রিপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষজ্ঞ, এর বিষয়বস্তুর সঙ্গে দ্বিমত পোষণ করেননি। এসময়, একদিন আগে রয়টার্স-কে দেয়া এক সাক্ষাৎকারে তার মন্তব্যের দিকে ইঙ্গিত করেন তিনি।
তার আগে, শুক্রবার জাপানে এক সংবাদ সম্মেলনে গ্রসি বলেন, দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের সঙ্গে দেখা করতে চান তিনি। বিরোধী দলটি এই নিষ্কাশন পরিকল্পনার কঠোর সমালোচক।
দক্ষিণ কোরিয়ার সরকার শুক্রবার জানিয়েছে, তারা আইএই’র রিপোর্টকে সম্মান করে। তাদের নিজেদের বিশ্লেষণেও উঠে এসেছে যে, এই নিষ্কাশন তাদের জলের ওপর “কোনো গুরুতর প্রভাব” ফেলবে না।