সুদানে হামের প্রাদুর্ভাবে ১৩ জনের মৃত্যু

সুদানের পশ্চিম দারফুরের মাস্টারি গ্রামে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত বাসিন্দারা। ৩০ জুলাই, ২০২০। ফাইল ছবি।

সুদানের হোয়াইট নাইল রাজ্যের স্বাস্থ্য সংস্থাগুলো জানিয়েছে, সন্দেহভাজন হামের প্রাদুর্ভাবের কারণ গত সপ্তাহে কমপক্ষে ১৩ শিশু মারা গেছে। ডক্টর্স উইদাউট বর্ডার্স- এর একজন কর্মকর্তা বলেছেন, সুদানের সংঘাত এবং বর্ষাকাল পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

নাইরোবি থেকে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলার সময় এমএসএফ-এর স্বাস্থ্য উপদেষ্টা মিচেল সাংমা বলেন, এমএসএফ-এর গ্রাউন্ড টিম গত মাসে শিশুদের মধ্যে হামের ২০০টির বেশি সন্দেহজনক ঘটনা নথিভুক্ত করেছে।

তিনি বলেন, এর মধ্যে ৭২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ১৩ জনের মৃত্যু হয়।

এমএসএফ কর্মকর্তা বলেছেন, সুদানে সেনাবাহিনী এবং একটি প্রতিদ্বন্দ্বী আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রায় তিন মাস ধরে চলা সংঘাত সারা দেশে স্বাস্থ্যসেবা সুবিধার ওপর বিশাল একটি চিকিৎসা প্রয়োজনীয়তা এবং চাপ তৈরি করেছে।

ভয়েস অফ আমেরিকা এই ঘটনা সম্পর্কে জানতে ব্লু নাইলের স্বাস্থ্য মন্ত্রকের মহাপরিচালক মোস্তফা জাবরাল্লাহ আহমেদের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, তিনি মিটিং-এ ব্যস্ত।

এই সপ্তাহে প্রকাশিত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের একটি প্রতিবেদন অনুসারে, সুদানের সংঘাতের কারণে ২৮ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এর মধ্যে ২২ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

সহিংসতা জনগণের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে কঠিন করে তুলেছে, অনেকে দেরিতে চিকিৎসা পাচ্ছে কারণ স্বাস্থ্য স্থাপনাগুলোতে যাওয়া খুবই বিপজ্জ্বনক।