লেভিভের অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, ৪ জন নিহত

উদ্ধারকর্মীরা রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত লেভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। ৬ জুলাই ২০২৩।

বৃহস্পতিবার পশ্চিম ইউক্রেনের শহর লেভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এতে অন্তত চারজন নিহত এবং নয়জন আহত হয়।

লেভিভের মেয়র আদ্রি সাদোভি বলেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬০টি অ্যাপার্টমেন্ট এবং ৫০টি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। গত বছর রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে শহরটির বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা বলে সাদোভি অভিহিত করেছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি টেলিগ্রামে বলেছেন, অবশ্যই শত্রুকে একটি বাস্তব জবাব দেয়া হবে।

লেভিভ পোল্যান্ডের সাথে ইউক্রেনের সীমান্তের কাছে অবস্থিত। এটি পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের ফ্রন্টলাইন এলাকা যা ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর মধ্যকার সাম্প্রতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল, তা থেকে অনেক দূরে অবস্থিত।

ইউক্রেনের পাল্টা আক্রমণ

বুধবার সিএনএন সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে জেলেন্সকি বলেছিলেন, তিনি আরও আগে একটি পাল্টা আক্রমণ শুরু করতে চেয়েছিলেন। তবে সময়টি ইউক্রেনের যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার ওপর নির্ভরশীল ছিল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে ইউক্রেন গত মাসে পাল্টা আক্রমণ শুরু করে।

ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার সামরিক সক্ষমতা মুকাবিলার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফাইটার জেটসহ গোলাবারুদ এবং আরও উন্নত অস্ত্র চেয়েছেন।

গত সপ্তাহে ডেনমার্ক বলেছে যে, ইউক্রেনীয় পাইলটদের এফ-সিক্সটিন ওড়ানোর প্রশিক্ষণ শুরু হয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।