পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা

Your browser doesn’t support HTML5

৪ঠা জুলাই মঙ্গলবার, ইসরাইলি সেনাবাহিনীর প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, পশ্চিম তীরে ব্যাপক আক্রমণ-অভিযান চালিয়েছে, ইসরাইলি সৈন্যরা।

যদিও প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জেনিন শরণার্থী শিবিরে অভিযান বন্ধ করার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু ঠিক কখন অভিযান বন্ধ হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

অস্ত্র ধ্বংস ও বাজেয়াপ্ত করার লক্ষ্যে, সোমবার জেনিনের একটি শিবিরে হামলা চালায় ইসরাইল।

ফিলিস্তিনি এক স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, ইসরাইলের হামলায় ১১ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত কয়েক ডজন আহত হয়েছেন। (এপি)