বহু মানুষ হাতে ফুলের স্তবক এবং চোখে অশ্রু নিয়ে মঙ্গলবার চির-বিদায় জানালেন একজন পুরস্কার প্রাপ্ত লেখিকাকে যিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে ছিলেন অন্যতম।
৩৭ বছর বয়সী ভিক্টোরিয়া অ্যামেলিনার স্মরণ সভা বা শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় কিয়েভের সেন্ট মাইকেল গীর্জায় । এই গীর্জায় সাধারণত এ ধরণের স্মরণসভা হয় যুদ্ধক্ষেত্রে নিহত সৈন্যদের জন্য।
জুনের ২৭ তারিখে একটি জনপ্রিয় রেস্টুরেন্টে রুশ ক্ষেপনাস্ত্রের আঘাতে আহত হবার পর অ্যামেলিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঐ হামলায় আরও ১২ জন প্রাণ হারান। ক্রামাতোরস্ক শহরের ঐ রেস্টুরেন্টে প্রায়ই সাংবাদিক ও ত্রাণকর্মীরা গিয়ে থাকেন। ইউক্রেনের সাহিত্যিক সমাজ, তাঁর স্বজনবৃন্দ এবং কিয়েভের অধিবাসীরা অ্যামেলিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঐ গীর্জায় সমবেত হন। অ্যামেলিনা ছিলেন একজন প্রখ্যাত লেখিকা যিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে তিনি সাহিত্য থেকে সরেএসে মনোযোগ দেন রাশিয়ার যুদ্ধাপরাধকে তুলে ধরার দিকে।
এই অনুষ্ঠানে শোকার্তরা তাঁর বন্ধ কাস্কেটের দিকে ধীর পায়ে অগ্রসর হন এবং হলুদ ও নীল রঙে ঢাকা তাঁর মরদেহবাহী কাস্কেট স্পর্শ করেন । অনেকেই কান্না থামাতে পারেননি। ঐ কাস্কেটের পাশে অনেকেই পুস্পস্তবক অর্পণ করেন।