নতুন করে একটি সম্ভাব্য বন্দী বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এ পর্যায়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোর একটি কারাগারে বন্দী ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গারশকোভিচের বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে, যিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। গারশকোভিচের বিনিময়ে সাইবার অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রে আটক একজন রুশ নাগরিকের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে, মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ সংবাদদাতাদের বলেছেন, রাশিয়ান এবং আমেরিকান কর্মকর্তারা বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে সম্ভবত গারশকোভিচ এবং ভ্লাদিমির ডুনায়েভ এর ব্যাপারে কথাবার্তা চলছে। ডুনায়েভ কে দক্ষিণ কোরিয়া থেকে প্রত্যর্পণ করা হয়েছিল এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওহায়ো-তে আটক রয়েছেন।
২০২১ সালে গ্রেপ্তারের পর, সোমবার প্রথমবারের মতো ডুনায়েভকে কনস্যুলার সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মার্চের শেষের দিকে গ্রেপ্তার হওয়ার পর, দ্বিতীয়বারের মতো গারশকোভিচের সাথে দেখা করেন, মস্কোতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত লিন ট্রেসি।
পেসকভ বলেন, "আমরা বলেছি, এই বিষয়ে আমাদের মধ্যে সুনির্দিষ্ট কিছু যোগাযোগ হচ্ছে, কিন্তু আমরা চাই না সেগুলি জনসমক্ষে আলোচনা করা হোক। সেগুলি অবশ্যই সম্পন্ন করা উচিত তবে এ ব্যাপারে সম্পূর্ণ মৌনতা অবলম্বন করতে হবে।"
তিনি আর কোন বিশদ বিবরণ দেননি। তবে তিনি বলেন, "কনস্যুলার যোগাযোগের বৈধ অধিকার উভয় পক্ষেরই নিশ্চিত করতে হবে।"
৩১ বছর বয়সী গারশকোভিচকে রাশিয়ার ইয়েকাটেরিনবার্গ শহরে সংবাদ সংগ্রহের সফরকালে গ্রেপ্তার করা হয়। তিনি, দ্য জার্নাল এবং যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে রাশিয়ার দায়ের করা গুপ্তচরবৃত্তির অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা মঙ্গলবার জার্নালকে বলেছেন, "দুর্ভাগ্যবশত আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু বলার মতো তেমন কোনো অগ্রগতি নেই। তবে রাশিয়ার হাতে বন্দী ইভান গারশকোভিচ এবং সাবেক আমেরিকান মেরিন পল হুইলানের মুক্তির জন্য আমরা সম্ভাব্য প্রতিটি উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি।" পল ২০১৮ সাল থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় বন্দী আছেন।
এমনকি, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ১৬ মাসের যুদ্ধে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা স্বত্বেও, মস্কো এবং ওয়াশিংটন বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছে এবং রাশিয়া যুদ্ধ শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে দুটি বন্দি বিনিময় কার্যকর হয়েছে।
গত বছরের শেষের দিকে, আমেরিকান পেশাদার বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটের সাথে বিনিময় করা হয়েছিল। এর আগে, ২০২২ সালের শুরুতে, ট্রেভর রিড নামে একজন আমেরিকান যিনি রাশিয়ায় দুই পুলিশ অফিসারকে আক্রমণ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, রাশিয়ার কনস্ট্যান্টিন ইয়ারোশেঙ্কোর সাথে তার বন্দি বিনিময় করা হয়। ইয়ারোশেঙ্কোকে ২০১১ সালে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের জন্য ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।