ভারতের জাতীয় শ্যুটিং দলে ফিরলেন পশ্চিমবঙ্গের নামী শ্যুটার মেহুলি ঘোষ। তাঁকে এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ দলে রাখা হয়েছে।
চীনে হবে এশিয়ান গেমস, আর বাকুতে হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৪ অগাস্ট থেকে, চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এই আসরের পারফরম্যান্স-এর ওপর ভিত্তি করে প্যারিস অলিম্পিকে যোগ্যতা পেতে পারেন শ্যুটাররা। তাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটির মেহুলির কাছে গুরুত্বপূর্ণ এই আসর।
জাতীয় রাইফেল সংস্থা বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে স্থান করে নিয়েছেন হায়দরাবাদে গগন নারাংয়ের গান ফর গ্লোরি অ্যাকাডেমির এই ছাত্রী। মেহুলির বর্তমান কোচ হলেন বিবস্বান গঙ্গোপাধ্যায়।
বাকু বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে মেহুলি প্রতিনিধিত্ব করবেন মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে। মেহুলির সঙ্গে ওই বিভাগে রয়েছেন রমিতা ও তিলোত্তমা সেন।
১০ মিটার এয়ার পিস্তল বিভাগে রয়েছেন দিব্যা টিএস, এষা সিং ও পালক। ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগে রয়েছেন রিদম সাঙওয়ান, মনু ভাকের ও এষা সিং। এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে প্রতিনিধিত্ব করবেন মেহুলি। তাঁর সঙ্গে রয়েছেন রমিতা ও এশি চোক্সি। এশি চোক্সির বিশ্ব আসরে অভিষেক হতে চলেছে।
এশিয়া কাপের ১০ মিটার এয়ার রাইফেল স্কোয়াডে তিলোত্তমা সেনের জায়গা নিয়েছেন এশি। মনু ভাকের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস, দুটিতেই শুধুমাত্র ২৫ মিটার স্পোর্টস পিস্তল বিভাগে প্রতিনিধিত্ব করবেন।