রুশ হামলায় ইউক্রেনে ৩ জন নিহত, কিয়েভ সফর করলেন স্পেনের প্রধানমন্ত্রী

খেরসনের এক আবাসিক মহল্লায় রুশ গোলাবর্ষণে ধ্বংস হয়ে যাওয়া এক বাড়ির আগুন নেভাচ্ছে ইউক্রেনের জরুরি সেবা কর্মীরা (১ জুলাই, ২০২৩)

শনিবার ইউক্রেনের কর্মকর্তারা দেশটির পুর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ শেলবর্ষণে আরও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার খবর দিয়েছেন। ইতোমধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কিয়েভ সফর শুরু করেছেন। এ সফরের উদ্দেশ্য আগ্রাসী রুশ বাহিনীকে পরাস্ত করতে ইউক্রেনের যুদ্ধের প্রতি মাদ্রিদ ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করা।

ইউক্রেনের সংসদে দেওয়া ভাষণে সানচেজ বলেন, “যতদিন প্রয়োজন, আমরা আপনাদের সঙ্গে থাকবো।” তার এই বক্তব্যে উপস্থিত ব্যক্তিদের অনেকেই দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান।

“আমি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবৈধ ও অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় (ইউনিয়ন) ও ইউরোপের দৃঢ় অঙ্গীকারের বিষয়টি প্রকাশ করতে এসেছি”, জানান সানচেজ। একই দিন স্পেন ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের ৬ মাস মেয়াদী সভাপতিত্ব গ্রহণ করে।

পরবর্তীতে জেলেন্সকির সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সানচেজ ইউক্রেনকে আরো ভারী অস্ত্র দেওয়ার ঘোষণা দেন, যার মধ্যে আছে ৪টি লেপার্ড ট্যাংক, আরমার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ও বহনযোগ্য ফিল্ড হাসপাতাল। তিনি আরও জানান, স্পেন দেশটির অবকাঠামো মেরামতের কাজে সহায়তার জন্য বাড়তি ৫ কোটি ৫০ লাখ ইউরো দেবে।

সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়ে সানচেজ বলেন, “শুধু ইউক্রেনই এ ধরনের আলোচনার শর্ত ও এর জন্য উপযুক্ত সময় নির্ধারণ করতে পারে। অন্যান্য দেশ ও অঞ্চল থেকে শান্তি পরিকল্পনার প্রস্তাব দেওয়া হচ্ছে। তাদের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু একইসঙ্গে, সেগুলো পূর্ণাঙ্গরুপে আমরা মেনেও নিতে পারছি না।”

“এটি একটি আগ্রাসী যুদ্ধ, যেখানে একজন আগ্রাসন চালাচ্ছে এবং একজন এর ভুক্তভোগী। তাদেরকে সমানভাবে দেখলে চলবে না এবং আইন অমান্য করার প্রবণতাকে কোনো ভাবেই পুরস্কৃত করা যাবে না। এ কারণেই আমরা প্রেসিডেন্ট জেলেন্সকির শান্তি ফর্মুলাকে সমর্থন জানাই”, জানান সানচেজ।