কয়লার সংকটের পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, উৎপাদন বন্ধ

রামপাল বিদ্যুৎকেন্দ্র। (ফাইল ছবি)

কয়লার সংকট কাটতে না কাটতেই, কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৩০ জুন) রাত পৌনে ৯টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ইনস্পেকশন ও মেইন্টেন্যান্স কাজের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রবিবার (২ জুলাই) বিকালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি’র (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কারিগরি ত্রুটি, ইনস্পেকশন ও মেইন্টেন্যান্সের কাজের জন্য ৩০ জুন রাতে আমরা উৎপাদন বন্ধ করেছি। ছয় জুনের দিকে, বা এর আগে আবার উৎপাদন শুরু করা যাবে।”

কয়লার মজুদ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “কেন্দ্রে বর্তমানে পর্যাপ্ত কয়লা রয়েছে। আগামী ৫ জুন আরো একটি জাহাজে করে কয়লা আসবে। কেন্দ্রে কোনো কয়লা সংকট নেই।”

২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লি. এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়।