পণ্যমূল্য বৃদ্ধির পেছনে সক্রিয় সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেট দমনের চেষ্টা চলছে। শনিবার (১ জুলাই) খুলনায় রোটারি ক্লাবের ‘ডিস্ট্রিক্ট ইয়াং লঞ্চিং’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, “আমরা চেষ্টা করছি যাতে কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে। ব্যবসায়ীদের সিন্ডিকেট বছরের পর বছর ধরে সক্রিয়; ফলে সময় লাগছে। তবে, আমরা চেষ্টা করছি।”

তিনি আরো বলেন, “সরকার এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে এবং মানুষকে সর্বোত্তম ভাবে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।”