বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেট দমনের চেষ্টা চলছে। শনিবার (১ জুলাই) খুলনায় রোটারি ক্লাবের ‘ডিস্ট্রিক্ট ইয়াং লঞ্চিং’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
টিপু মুনশি বলেন, “আমরা চেষ্টা করছি যাতে কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে। ব্যবসায়ীদের সিন্ডিকেট বছরের পর বছর ধরে সক্রিয়; ফলে সময় লাগছে। তবে, আমরা চেষ্টা করছি।”
তিনি আরো বলেন, “সরকার এক কোটি পরিবারকে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে এবং মানুষকে সর্বোত্তম ভাবে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।”