অস্ট্রিয়ায় ডানপন্থি বাইকার গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র আটক

২০২৩ সালের ২৯ জুন অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া ছবিতে সুরক্ষিত অস্ত্র, বস্তু এবং গোলাবারুদ দেখা যাচ্ছে।

অস্ট্রিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার তারা শত শত অস্ত্র, গোলাবারুদ এবং নাৎসি স্মারক আটক করেছে এবং ডানপন্থী উগ্রবাদী ব্যান্ডিডোস মোটরসাইকেল গ্যাংয়ের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পুলিশ প্রায় ৩৫টি দীর্ঘ আগ্নেয়াস্ত্র,২৫টি সাবমেশিন গান, ১০০টি পিস্তল একহাজারেরও বেশি অস্ত্রের যন্ত্রাংশ, ও ৪০০টি সিগন্যাল অস্ত্র উদ্ধার করেছে।

মন্ত্রকের এক বিবৃতিতে আরও জানানো হয়েছে সোমবারপার্শ্ববর্তী আপার ও লোয়ার অস্ট্রিয়া প্রদেশে ১৩টি বাড়িতে তল্লাশি চালানোর আগে ঐ উদ্ধার অভিযান চালানো হয়।

ঐ সময় ১০ হাজার রাউন্ড গুলিসহ গ্রেনেড লঞ্চার আটক করা হয়।

সন্দেহভাজনদের বাড়িতে ছুরি, পতাকা, ইউনিফর্মের অংশ, আবক্ষ মূর্তি এবং ছবিসহ নাৎসি স্মারকও পাওয়া গেছে।তাদেরকে রিম্যান্ডে নেয়া হয়।

২০২২ সালের শেষের দিকে ব্যান্ডিডোস এমসি মোটরসাইকেল গ্রুপের অস্ট্রিয়ায় তাদের সম্প্রসারণের পরিকল্পনা প্রকাশিত হওয়ার পরে কর্তৃপক্ষ তাদেরকে নজরদারীর মধ্যে রেখেছে।

দেশীয় গোয়েন্দা সংস্থার (ডিএসএন) প্রধান ওমর হাইজাভি-পির্চনার বলেন, “তদন্তে প্রমাণিত হয়েছে যে নিষিদ্ধমোটরসাইকেল গ্যাংগুলিতে ডানপন্থী উগ্রবাদের প্রতিনিধিত্ব রয়েছে।

অ্যাডলফ হিটলারের জন্মস্থান অস্ট্রিয়ায় নাৎসি স্মৃতিচিহ্ন রাখা অবৈধ।