বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে সবুজ বিপ্লব চলছে। ২০১৩ সালে ঘটে যাওয়া রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশের সর্ববৃহৎ এই রপ্তানিখাতকে বিশ্বের দরবারে গ্রহণযোগ্য করে তুলতে পরিবেশবান্ধব কারখানা নির্মাণের সূচনা হয়।
বর্তমানে দেশে একশ আশিটিরও বেশি 'লিড' সনদপ্রাপ্ত গার্মেন্টস ফ্যাক্টরি আছে।
শুরুতে খরচটা একটু বেশি পড়লেও দীর্ঘমেয়াদে এসব সুপরিকল্পিত কারখানা বেশি লাভজনক, ভয়েস অফ আমেরিকাকে বলেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আসিফ আশরাফ। কর্মীদের সাথে কথা বলে জানা যায়, সাধারণ গার্মেন্টসের তুলনায় কাজের পরিবেশ বা সুযোগ সুবিধা অনেক ভালো এসব কারখানায়।
পরিবেশ রক্ষায় এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে উৎপাদনে সবুজায়নের গুরুত্ব কি, তা জানতে আমরা কথা বলেছি সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের সঙ্গে। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন ড. খাতুন।
সাকিব প্রত্যয়ের প্রতিবেদন।