আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার জন্য ৭০ কোটি ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক

অটোরিকশা চালকরা কলম্বোতে একটি জ্বালানি স্টেশনের কাছে গ্যাস কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে। ১৩ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।

বৃহস্পতিবার বিশ্ব ব্যাংক শ্রীলঙ্কার জন্য ৭০ কোটি ডলারের বাজেট এবং কল্যাণ সহায়তা অনুমোদন করেছে। মার্চ মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চুক্তির পর থেকে সংকট-বিধ্বস্ত দ্বীপ রাষ্ট্রের জন্য এটি সর্ববৃহৎ অর্থায়ন।

প্রায় ৫০ কোটি ডলার তহবিল বাজেট সহায়তার জন্য বরাদ্দ করা হবে এবং অবশিষ্ট ২০ কোটি ডলার আর্থিক সংকটের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের জন্য নির্ধারিত কল্যাণে বরাদ্দ করা হবে।

বিশ্বব্যাংকের শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর ফারিস হাদাদ-জারভস এক বিবৃতিতে বলেন, “একটি পর্যায়ক্রমিক পদ্ধতির মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপের কৌশলটি প্রাথমিক অর্থনৈতিক স্থিতিশীলতা,কাঠামোগত সংস্কার এবং দরিদ্র ও দুর্বলের সুরক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করে।”

শ্রীলঙ্কা ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ আর্থিক সংকটের সাথে লড়াই করছে। দেশটির বৈদেশিক মুদ্রা রেকর্ড সর্বনিম্নে চলে যায় এবং গত বছর প্রথম বিদেশী ঋণ খেলাপি শুরু করে।

মার্চ মাসে আইএমএফ প্রায় ৩০০ কোটি ডলার বেইলআউট অনুমোদন করেছে। শ্রীলঙ্কা আশা করে এটি বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থা থেকে ৪০০ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত তহবিল আনবে।

চীন, জাপান এবং ভারতসহ বন্ড হোল্ডার ও দ্বিপাক্ষিক ঋণদাতাদের সাথে ঋণ নতুন করে সমন্বয় করার জন্য দ্বীপরাষ্ট্রটি এই সপ্তাহে একটি দেশীয় ঋণ পুনর্গঠন কর্মসূচি প্রকাশ করবে।