ফ্রান্সে পুলিশের গুলিতে কিশোর নিহত হবার পর তীব্র প্রতিবাদ এবং নিরাপত্তা জোরদার

ফুলগুলো একটি খুঁটির সাথে সংযুক্ত যেখানে এক কিশোর পুলিশ কর্মকতার হাতে নিহত হয়েছিল। ২৮ জুন, ২০২৩। নান্টেরে, ফ্রান্স।

বুধবার ফ্রান্সের সরকার প্যারিস এবং অন্যান্য বড় শহরের আশেপাশে বাড়তি পুলিশ উপস্থিতি ঘোষণা করেছে। ১৭ বছর বয়সী এক ডেলিভারি ড্রাইভারের মৃত্যুর ঘটনায় বিক্ষিপ্ত সহিংসতা ছড়িয়ে পড়ার পরে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। উক্ত ডেলিভারি ড্রাইভার একটি পুলিশ চেকের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন।

এই মৃত্যু দেশব্যাপী উদ্বেগ, ক্ষোভ ও সমবেদনার বিস্তৃত বার্তা প্রেরণ করেছে। এর মধ্যে ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেও আছেন।

এটি প্যারিসের আশেপাশের একাধিক শহরে অস্থিরতা সৃষ্টি করে। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, রাতভর অস্থিরতায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ২৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে এবং ৪০টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।

প্যারিসের শহরতলি নান্টেরের চারপাশে উত্তেজনা দেখা দিয়েছিল। আইনজীবী বলেন, সেখানে ১৭ বছর বয়সী নেইল এম মঙ্গলবার ট্রাফিক চেকের সময় নিহত হন। নান্টেরের প্রসিকিউটর কার্যালয় জানায়, তার ওপর গুলি চালানোর সন্দেহে এক পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে এবং তাকে সম্ভাব্য হত্যার অভিযোগের সম্মুখীন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় ফ্রান্সে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কম। মঙ্গলবারের মৃত্যু নান্টেরে এবং অন্যান্য শহরগুলোর মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। সেখানে আবাসন প্রকল্পগুলোর আশেপাশের অনেক বাসিন্দা দারিদ্র্য এবং বৈষম্যের সাথে লড়াই করে এবং পুলিশের ক্ষমতার অপব্যবহারের শাস্তি লঘু বলে মনে করে।

এমবাপ্পে প্যারিসের শহরতলি বন্ডিতে বেড়ে উঠেছেন। যা ঘটেছে তাতে তিনি হতবাক।

দারমানিন বলেন, সরকার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য বুধবার বিকেলে একটি নিরাপত্তা বৈঠক করবে।