বিশ্বের বড় শহরগুলির মধ্যে মন্ট্রিয়ালের বাতাসের মান সবচেয়ে খারাপ, বলছে দূষণ পর্যবেক্ষণ সংস্থা

কুইবেকের উত্তরাঞ্চলে দাবানলের ফলে ধোঁয়া মন্ট্রিয়ালের আকাশ ঢেকে ফেলেছে। ২৫ জুন, ২০২৩।

কানাডায় দাবানলের ফলে রবিবার মন্ট্রিয়াল ধোঁয়াশার চাদরে ঢেকে গিয়েছিল। ফলত, বিশ্বের যে-কোনও বড় শহরের তুলনায় এই শহরের বায়ুর গুণমান এখন সবচেয়ে খারাপ। এমনটাই জানিয়েছে এক দূষণ পর্যবেক্ষক সংস্থা।

আইকিউএয়ারের মতে, কুইবেক প্রদেশের সবচেয়ে জনবহুল শহরের বায়ুর গুণমান ‘অস্বাস্থ্যকর’ কারণ, দেশজুড়ে শত শত দাবানল জ্বলে উঠেছে। প্রসঙ্গত, আইকিউএয়ার গোটা বিশ্বে দূষণের দিকে নজর রাখে।

কানাডার পরিবেশ বিভাগ এই দাবানলের কারণে কুইবেক অঞ্চলের বেশ কয়েক জায়গায় ধোঁয়াশা-সতর্কতা জারি করেছে। তারা বলেছে,”সূক্ষ্ম কণার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় বায়ুর গুণমান খারাপ হয়ে পড়েছে এবং চারদিক ঝাপসা হয়ে রয়েছে”। এমন পরিস্থিতি সোমবার সকাল পর্যন্ত থাকার কথা।

এই সংস্থা বাসিন্দাদের বাড়ির বাইরে কাজকর্ম এড়িয়ে যেতে অনুরোধ করেছে। তবে, বাইরে যদি একান্তই যেতে হয় তাহলে মাস্ক পরতে বলা হয়েছে।

বাইরের পুল এবং খেলার জায়গাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং অস্বাস্থ্যকর ধোঁয়াশার কারণে কনসার্ট এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ বাইরের একাধিক ইভেন্ট বাতিল করা হয়েছে।

১৮ বছর বয়সী ফভ লিপেজ ভালি উৎসবের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু তা বাতিল করা হয়েছে বলে বিষন্ন। তিনি বলেন,”এটা আসলে কুয়াশার মতো, তবে এটা দাবানলের ধোঁয়া। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখও জ্বালা করছে।”

কুইবেকের দাবানলরোধী সংস্থা এসওপিএফইইউয়ের মতে, কুইবেকে ৮০টি অরণ্যে দাবানল সক্রিয়। শুষ্ক আবহাওয়া ও উচ্চ তাপমাত্রার কারণে বেশ কয়েকটি অরণ্যে আগুন বৃদ্ধি পাচ্ছে।

এসওপিএফইইউ জানিয়েছে,”ধোঁয়া বেশি ছড়িয়ে পড়ায় ট্যাঙ্কার বিমান ও হেলিকপ্টারের কাজ কঠিন হয়ে যাচ্ছে।”

তারা আরও জানিয়েছে, এই প্রদেশের উত্তর-পশ্চিমে সোমবার বা মঙ্গলবার ‘যথেষ্ঠ পরিমাণে’ বৃষ্টির আশা রয়েছে।