বৃহস্পতিবার, ২২ জুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্যারিসে সাক্ষাৎ করেন সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সাথে।
নতুন বৈশ্বিক আর্থিক চুক্তি সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়।
দুই দিনের শীর্ষ সম্মেলনটি ফরাসি রাজধানীতে কয়েক ডজন নেতাকে একত্রিত করবে। বর্তমানে অন্যান্য আন্ত-রাষ্ট্রীয় সংস্থাগুলিতে থমকে থাকা বেশ কয়েকটি উদ্যোগের অগ্রগতি কীভাবে করা যায় সে বিষয়ে একটি শীর্ষ-স্তরের ঐকমত্য জোরদার করতে এই আয়োজন। (রয়টার্স)