উত্তর-পশ্চিম চীনের রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত

চীনের মানচিত্র

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় রান্নার গ্যাস বিস্ফোরণে ৩১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার চীনা কর্তৃপক্ষ একথা জানায়।

বুধবার ঐতিহ্যগতভাবে মুসলিম নিংজিয়া হুই অটোনমাস রিজনের রাজধানী ইনচুয়ানের একটি ব্যস্ত রাস্তায় যখন লোকজন ড্রাগন বোট ফেস্টিভ্যাল ছুটির প্রাক্কালে জড়ো হচ্ছিল তখন রাত ৮টা ৪০ মিনিটে স্থাপনাটিতে বিস্ফোরণ হয়। সরকারি সিনহুয়া নিউজ এজেন্সি একথা জানিয়েছে।

সিনহুয়া জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিস্ফোরণের পর আহতদের সর্বাত্মক চিকিৎসা এবং নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এই ধরনের শিল্প দুর্ঘটনা চীনে নিয়মিত একটি ঘটনা। সাধারণত দুর্বল সরকারি তত্ত্বাবধান, দুর্নীতি, নিয়োগকর্তাদের খরচ কমানোর ব্যবস্থা এবং কর্মিদের জন্য সামান্য নিরাপত্তা প্রশিক্ষণকে দায়ী করা হয়।

মে দিবসের ছুটিতে চীনের একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং হেলিকপ্টার দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন।

ফেব্রুয়ারিতে ইনার মঙ্গোলিয়ার একটি বিশাল খোলা কয়লা খনি ধসে ৫৩ জন খনি শ্রমিক নিহত হয়েছিল। এতে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। নভেম্বর মাসে মধ্য চীনের একটি শিল্প বাণিজ্য কোম্পানিতে আগুন লেগে ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছিল।

২০১৫ সালে উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭৩ জন নিহত হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে। নিহতদের অধিকাংশ ছিল দমকলকর্মী এবং পুলিশ কর্মকর্তা। সেক্ষেত্রে বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিরাপত্তা লঙ্ঘন উপেক্ষা করার জন্য ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।