প্যারিসের একটি ভবনে বিস্ফোরণ, ৪ জন আহত

ফ্রান্সের প্যারিসের ৫ম অ্যারোন্ডিসমেন্টে গ্যাস বিস্ফোরণের পরে ছাদের উপরে ধোঁয়া উঠতে দেখা যায়। ২১ জুন, ২০২৩।

বুধবার প্যারিসেরএকটি ভবনে এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে, এতে চারজন আহত হয়। বিস্ফোরণের পর ভবনটিতে আগুন ধরে যায়, এ সময় গম্বুজযুক্ত প্যানথিয়ন স্মৃতিস্তম্ভের উপর দিয়ে ধোঁয়ার কুন্ডলি দেখা যায় এবং ভবন খালি করে অতি দ্রুত সবাই বেরিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্যারিসের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ৫ম অ্যারোন্ডিসমেন্ট বা জেলায় একটি ভবনের সম্মুখভাগ ধসে পড়েছে এবং এখনও ভিতরে কেউ আছে কিনা, তা নিশ্চিত করার জন্য কাজ করছে জরুরী পরিষেবাগুলি।

আহত চারজনের অবস্থা "খুবই আশঙ্কাজনক" বলে জানিয়েছেন, অ্যারোন্ডিসমেন্টের মেয়র ফ্লোরেন্স বার্থআউট।

তিনি বলেন, "বিস্ফোরণটি প্রচণ্ড শক্তিশালী ছিল, এবং ভবনটি থেকে এখনও কাঁচের টুকরো খসে খসে পড়ছে।"

ওই ভবনের আশেপাশের এলাকাগুলোও ঘেরাও করে রাখা হয় এবং জরুরী কর্মীরা এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

প্যারিস পুলিশের মুখপাত্রী লুবনা আত্তা বলেন, আগুনের উৎস নির্ধারণ করা এতো তাড়াতাড়ি সম্ভব নয়। গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।