রাশিয়া বলছে তারা তিনটি ড্রোন ভূপাতিত করেছে

রাশিয়ার কালিনিনেৎস-এর কাছাকাছি জায়গায় একটি ড্রোন ভূপতিত হয়। ঘটনাস্থলে এক জরুরি সেবা কর্মীকে দেখা যাচ্ছে (২১ জুন, ২০২৩)

রুশ প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে ৩টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়া বলছে, ড্রোনগুলো ইউক্রেনের পক্ষ থেকে আসা হামলার অংশ এবং একটি সামরিক গুদাম আঘাত করার আগে ২টি ড্রোন ধ্বংস করা হয়।

রুশ ভূখণ্ডে হামলার বিষয়ে ইউক্রেন প্রায় কখনোই মন্তব্য করে না।

ইউক্রেনের সামরিক বাহিনী বলছে তারা পশ্চিম ইউক্রেনের মেলনিৎস্কি প্রদেশে ৬টি ইরানে নির্মিত শাহেদ ড্রোন ভূপাতিত করেছে।

২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়া বিভিন্ন লক্ষ্যবস্তুতে আকাশ পথে হামলার অংশ হিসেবে নিয়মিত ড্রোন ব্যবহার করে এসেছে।

ইউক্রেন বলছে, তারা মঙ্গলবারের রুশ হামলায় ব্যবহৃত ৩৫টি ড্রোনের মধ্যে ৩২টিকে ভূপাতিত করেছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।