হন্ডুরাসের কারাগারে দাঙ্গায় অন্তত ৪১ নারী নিহত

হন্ডুরাসের টেগুসিগালপা শহরের উপকণ্ঠে তামারায় নারী কারাগারের বাইরে বন্দিদের আত্মীয়রা অপেক্ষা করছেন.২০ জুন, ২০২৩।

মঙ্গলবারের হন্ডুরাসের একটি নারী কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৪১ জন নারী নিহত হয়েছে, এদের অনেকেই আগুনে পুড়ে মারা গেছে। দেশটির প্রেসিডেন্ট সহিংসতার জন্য “মারা” স্ট্রিট গ্যাংকে দায়ী করেছেন। গ্যাংটি প্রায়শই কারাগারের অভ্যন্তরে ব্যাপক ক্ষমতা রাখে।

হন্ডুরাসের জাতীয় পুলিশ তদন্ত সংস্থার মুখপাত্র ইউরি মোরা বলেছেন, বেশিরভাগ ভিক্টিমকে পুড়িয়ে মারা হয়েছিল, তবে হন্ডুরাসের রাজধানী টেগুসিগাল্পার প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তর-পশ্চিমে তামারার কারাগারে বন্দিদেরকে গুলি করার বা ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে।

বন্দুকের গুলি এবং ছুরির আঘাতে আহত অন্তত সাতজন নারী বন্দিকে টেগুসিগাল্পা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে সেখানকার কর্মীরা জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যম হাসপাতালের বাইরে একজন আহত বন্দির সাক্ষাৎকার নিয়েছিল। তিনি বলেন, ভয়ংকর ব্যারিও এইটিন গ্যাং-এর বন্দিরা একটি সেল ব্লকে আক্রমণ করে এবং অন্যান্য বন্দিদেরকে গুলি করে বা তাদেরকে জ্বালিয়ে দেয়।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেন, দাঙ্গাটি “নিরাপত্তা কর্তৃপক্ষের জ্ঞান এবং সম্মতিতে মারাদের দ্বারা পরিকল্পনা করা হয়েছিল।”

মঙ্গলবারের দাঙ্গা প্রেসিডেন্ট নাইব বুকেলের দ্বারা প্রতিবেশী এল সালভাদরের কঠোর জিরো টলারেন্স নো-প্রিভিলেজ কারাগারের অনুকরণে হন্ডুরাসের ওপর চাপ বাড়াতে পারে। যদিও এল সালভাদরের গ্যাংগুলোর বিরুদ্ধে হামলা অধিকার লঙ্ঘন বৃদ্ধি করেছে, তবু এটি এয়াস্তার গ্যাং-এর কারণে আতংকিত একটি দেশে অত্যন্ত জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।