আটলান্টিক মহাসাগরে ৫ জনকে নিয়ে নিখোঁজ ডুবো জাহাজের সন্ধান করছে উদ্ধারকারীরা

২০২১ সালের জুনে ওশানগেট এক্সপেডিশান্স-এর এই ছবিতে কোম্পানির টাইটান সাবমার্সিবল দেখা যাচ্ছে, যেটি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার পথে নিখোঁজ হয়। (এপির মাধ্যমে ওশানগেট এক্সপেডিশান্স)। ফাইল ছবি।

এক শতাব্দীর বেশি আগে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ নথিভুক্ত করার জন্য পাঁচজনকে বহনকারী একটি ডুবোজাহাজের সন্ধানে সোমবার আটলান্টিক মহাসাগরের গভীরে একটি উদ্ধারাভিযান চলছে।

নোভা স্কটিয়ার হলিফ্যাক্সে কানাডার জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের মতে, রবিবার রাতে সেন্ট জন্স নিউফাউন্ডল্যান্ডের প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণে জাহাজটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। লেফটেন্যান্ট কমান্ডার লেন হিকি বলেন, একটি কানাডিয়ান কোস্ট গার্ড জাহাজ এবং সামরিক বিমান অনুসন্ধান প্রচেষ্টায় সহায়তা করছে। বোস্টনে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এর নেতৃত্বে ছিল।

কোস্ট গার্ড জানায়, রবিবার সকালে জাহাজটি ডুবে যায় এবং এর সহায়তাকারী জাহাজ কানাডিয়ান রিসার্চ আইসব্রেকার পোলার প্রিন্সের সাথে এক ঘণ্টা ৪৫ মিনিট পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পোলার প্রিন্স সারা সন্ধ্যা জুড়ে অনুসন্ধান চালিয়ে যাবে এবং কানাডিয়ান পি এইট পসেইডন বিমান সকালে তাদের অনুসন্ধান পুনরায় শুরু করবে বলে কোস্ট গার্ড টুইটারে জানিয়েছে।

ডুবোজাহাজটি ওশানগেট এক্সপেডিশন্স দ্বারা পরিচালিত ছিল।

ওশানগেটের একজন উপদেষ্টা ডেভিড কনকানন বলেন, সাবমার্সিবলটিতে রবিবার সকাল ৬টা থেকে ৯৬ ঘণ্টার অক্সিজেন সরবরাহ ছিল। এপিকে দেয়া এক ইমেইলে কনক্যানন বলেন, ডাইভে তার থাকার কথা ছিল, কিন্তু অন্য ক্লায়েন্টের কারণে যেতে পারেননি। তিনি বলেন, কর্মকর্তারা রিমোট চালিত একটি যান পাবার জন্য কাজ করছেন। যানটি যত দ্রুত সম্ভব ৬ কিলোমিটার গভীরে পৌঁছাতে পারে।