অস্ট্রিয়ান কর্তৃপক্ষ রবিবার বলেছে, তারা চরমপন্থী ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল বলে অভিযোগ আছে, এমন তিন যুবকের দ্বারা ভিয়েনা প্রাইড প্যারেডে সম্ভাব্য হামলা ব্যর্থ করে দিয়েছে।
অস্ট্রিয়ার পাবলিক টেলিভিশন ওআরএফ জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান সাংবাদিকদের বলেছেন, সন্দেহভাজনদের বয়স যথাক্রমে ১৪, ১৭ এবং ২০। শনিবারের প্রাইড প্যারেড শুরু হওয়ার এক ঘন্টা আগে তাদের গ্রেপ্তার করা হয়। ওই প্যারেডে প্রায় তিন লাখ লোক অংশগ্রহণ করেছিল।
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার "ভিয়েনায় একটি সম্ভাব্য ইসলামপন্থী হামলা" প্রতিরোধ করার জন্য তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নেহামার টুইট করেছেন, "এটি আবারও প্রমাণ করে যে মৌলবাদী এবং চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনই হার মানবো না। তারা আমাদের গণতন্ত্র এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং কঠোরভাবে এর মোকাবেলা করা উচিত।"
ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভিয়েনার মেয়র মাইকেল লুডভিগ।
অস্ট্রিয়ান বার্তা সংস্থা এপিএ জানায়, মাইকেল লুডভিগ বলেছেন, "ভিয়েনায় ঘৃণা ও বর্জনের কোনো স্থান নেই। আমাদের শহরটি রঙিন এবং কসমোপলিটান।"
অস্ট্রিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার পরিচালক হাইজাউই-পিরচনার বলেছেন, তিন সন্দেহভাজন, বসনিয়ান এবং চেচেন বংশোদ্ভূত অস্ট্রিয়ান নাগরিক। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। ওই তিন ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে মৌলবাদী হয়েছিলেন এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছিলেন।
তিনি আরও বলেন, সন্দেহভাজনদের মধ্যে একজন ইতিমধ্যেই পুলিশের কাছে পরিচিত ছিল।
প্যারেড শুরুর আগে ওই তিনজনকে গ্রেপ্তার করে অস্ট্রিয়ার কোবরা বিশেষ বাহিনী। তারা হয়তো ছুরি ও গাড়ি নিয়ে হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান।