রাজা হিসেবে প্রথম “ট্রুপিং দ্য কালার” জন্মদিন প্যারেডে অংশ নিলেন চার্লস

ট্রুপিং অফ দ্য কালার অনুষ্ঠানে যোগ দিয়েছেন (বাম থেকে) রাজা তৃতীয় চার্লস, প্রিন্স উইলিয়াম, প্রিন্স জর্জ, রানী ক্যামিলা ও কেইট, প্রিন্সেস অফ ওয়েলস; লন্ডন, ১৭ জুন ২০২৩।

যুক্তরাজ্যের রাজা হিসেবে, প্রথমবারের মতো ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে ঘোড়ায় চড়ে যোগ দেন রাজা তৃতীয় চার্লস।এ সময় তিনি কেন্দ্রীয় লন্ডনের হর্স গার্ডস প্যারেডে অনুষ্ঠিত এই চিত্তাকর্ষক বার্ষিক সামরিক কুচকাওয়াজে, শত শত সেনা সদস্য ও ঘোড়া পরিদর্শন করেন।

এসময় ৭৪ বছর বয়সী কর্নেল ইন চিফ চার্লস রাজকীয় অভিবাদন গ্রহণ করেন। আর, তার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে, যুক্তরাজ্যের সেনাবাহিনীর সবচেয়ে মর্যাদাশীল রেজিমেন্টগুলো কুচকাওয়াজে তাকে অভিবাদন জানায় এবং তিনি তা পর্যবেক্ষণ করেন।

৩০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের কোনো রাজা এই প্রথম, ঘোড়ায় চড়ে এই জাঁকজমকপূর্ণ উৎসবে অংশ নিলেন।

এর আগে, চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও রাজার ভাই প্রিন্স এডওয়ার্ড ও বোন প্রিন্সেস অ্যান ঘোড়ায় চড়ে বাকিংহাম প্যালেস থেকে আসা শোভাযাত্রায় যোগ দেন। রাজপরিবারের সব সদস্য লাল ও সোনালী টিউনিক ও লম্বা ও কালো বিয়ারস্কিন হ্যাট পরেন। প্যারেডে অংশ নেয়া ১ হাজার ৪০০ সেনার অনেকেই একই ধরনের পোশাক পরেন।

রাজপরিবারের অন্য সদস্যদের মধ্যে ছিলেন, রাণী ক্যামিলা, প্রিন্সেস অফ ওয়েলস কেইট ও তার ৩ সন্তান।তারা ঘোড়ায় টানা রথে করে এগিয়ে যান।আর, হাজার হাজার মানুষ বাকিংহাম প্যালেসের বাইরে গ্র্যান্ড এভিনিউতে জমায়েত হয়ে এই রাজকীয় অনুষ্ঠান দেখেন।

ট্রুপিং দ্য কালার মূলত ক্ষমতাসীন রাজার আনুষ্ঠানিক জন্মদিন পালনের উদ্দেশ্যে আয়োজিত একটি বড় আকারের প্যারেড। এই ঐতিহ্যবাহী বার্ষিক অনুষ্ঠানটি ২৬০ বছরেরও আগে থেকে পালন করা হচ্ছে।

চার্লসের প্রকৃত জন্মদিন ১৯৪৮ সালের ১৪ নভেম্বর। তবে, যুক্তরাজ্যের রাজারা ঐতিহ্যগতভাবে ২টি জন্মদিন উদযাপন করে থাকেন; একটি আসল, অপরটি আনুষ্ঠানিক; আর এটা করা হয়, যাতে, গ্রীষ্মকালের উষ্ণ আবহাওয়ায় জনসাধারণের অংশগ্রহণে উদযাপন করা যায়।

চার্লসের প্রয়াত মা, রাণী দ্বিতীয় এলিজাবেথ সবসময় জুনে ট্রুপিং অফ দ্যা কালার অনুষ্ঠানের আয়োজন করতেন। আর, এপ্রিলে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে নিজের প্রকৃত জন্মদিন পালন করতেন।

রাণী এলিজাবেথ ১৯৮৬ সালে সর্বশেষ ঘোড়ায় চড়ে এই অনুষ্ঠানে যোগ দেন এবং তারপর, শনিবারই কোন রাজা প্রথম ঘোড়ায় চড়ে এই অনুষ্ঠানে অংশ নিলেন।

ঐ দিন রাণী এলিজাবেথ তার প্রিয় ঘোড়া চড়েছিলেন, যার নাম ছিলো বার্মিজ। তিনি ১৮টি ট্রুপিং দ্য কালার অনুষ্ঠানে যোগ দেয়ার পর, ১৯৮৬ সালে তার এই কালো ঘোড়াটিকে অবসর দেয়া হয়। তারপর থেকে তিনি রথে চড়ে এ অনুষ্ঠানে যোগ দিতেন।