গ্রীসে নৌকাডুবি: জীবিতদের মধ্যে ১২ জন পাকিস্তানি নাগরিক

এথেন্স থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে বন্দর-শহর কালামাতায় নৌকাডুবিতে বেঁচে যাওয়া এক আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্স তুলছেন প্যারামেডিকরা; ১৪ জুন ২০২৩।

গ্রীস উপকূলের অদূরে, এই সপ্তাহে অভিবাসী ঠাসা একটি নৌকাডুবিতে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে, ছিলেন ১২ জন পাকিস্তানি নাগরিক। শনিবার এ কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রক।

মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, সরকার এখনো নিহত পাকিস্তানিদের সংখ্যা ও পরিচয় যাচাই করতে পারেনি।

তিনি আরো বলেন, যারা নিখোঁজ আত্মীয়-পরিজনদের সন্ধান করছেন, তাদেরকে নিখোঁজ ব্যক্তিদের পরিচয়-দলিল ও নির্ভরযোগ্য পরীক্ষাগার থেকে ডিএনএ রিপোর্ট সংগ্রহ করে মন্ত্রকে জমা দিতে বলা হয়েছে।

বুধবারের এই দূর্ঘটনায় মৃতের সংখ্যা কয়েকশ-তে পৌঁছাতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডুবে যাওয়া মাছ-ধরা নৌকাটি ৪০০ থেকে ৭৫০ জন যাত্রীতে বোঝাই ছিলো। নৌকাটি দক্ষিণ গ্রীসের পাইলোস শহর থেকে ৮০ কিলোমিটার দূরে ডুবে যায়।

গ্রীস কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর, ১০৪ জন জীবিত ও ৭৮ জনের মরদেহ সৈকতে আনা হয়। তবে আরো জীবিত মানুষ খুঁজে পাওয়ার আশা ক্রমশ ম্লান হয়ে আসছে।

গ্রীসের সরকারি কর্মকর্তারা বলেছেন, বেশিরভাগ নৌকাযাত্রী ছিলেন মিশর, সিরিয়া ও পাকিস্তানের মানুষ।