বাবা দিবসঃ সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে তার পুত্র জন জুনিয়রের সঙ্গে দেখা যাচ্ছে। ১৯৬৩ সাল নাগাদ।

রোনাল্ড রেগান ও পুত্র স্কিপার তাদের স্যাক্রেমেন্টোর বাড়ির পিছনের উঠোনে  ফুটবল খেলছেন। ১৯৭১।

চেলসি ক্লিন্টন ও প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন হাসছেন। ডেমোক্রেটিক জাতীয় অধিবেশনের শেষ দিনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের ভাষণ শোনার সময়। ফিলাদেলফিয়ায়। ২০১৬। 

Jenna Bush Wedding

প্রেসিডেন্ট বারাক ওবামা বই কিনতে কন্যা সাশা ও মালিয়ার (ডানে) সঙ্গে ক্রেম্বারব্রুকসে এসেছেন। ওয়াশিংটন, ২০১১।  

২০১৭ সালের ২৪ এপ্রিলে (ফাইল চিত্র) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে সঙ্গে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কমান্ডার পেগি হুইটসনের সঙ্গে কথা বলছেন।

স্টেট অ্যাটর্নি জেনারেল নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট বো বাইডেনের সঙ্গে যোগ দিয়েছেন তার বাবা-মা, জিল বাইডেন ও জো বাইডেন, ডি-ডেল। উইলমিংটন, ২০০৬।