সুদানের যুদ্ধরত দলগুলো যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যস্থতায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচনার টেবিলে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা কেউই মেনে চলছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে, ওয়াশিংটনে সংবাদদাতাদের সাথে এ কথা বলেন ওই কর্মকর্তা।
তিনি বলেন, "আমরা তাদের যে বিন্যাস দিয়েছি, তারা স্পষ্টতই তা মানছে না। ফলে, শত্রুতা হানাহানি স্থায়ীভাবে বন্ধ করার জন্য ধাপে ধাপে এই প্রক্রিয়ার যে শর্তে তারা যেভাবে সম্মত হয়েছিল, তা আর সফল হচ্ছে না।"
সুদানের নিয়মিত সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে প্রায় দুই মাস ধরে যুদ্ধ চলছে। যুদ্ধে প্রায় ২০ লাখ লোক ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশটির অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। উপরন্তু, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং প্রচণ্ড পানীয় জলের সংকটে পড়েছে বেসামরিক নাগরিকরা।
জেদ্দার শান্তি আলোচনা স্থায়ীভাবে যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে এবং রবিবার প্রায়ই লঙ্ঘিত যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই সংঘর্ষ আরও তীব্রতর হয়।
সোমবারও সুদানের রাজধানী খার্তুমের বেশ কয়েকটি এলাকা বিমান হামলা, কামান ও বন্দুকের গোলাগুলি-তে মুহুর্মুহু কেঁপে ওঠে। অবিরত লড়াইয়ের ফলশ্রুতিতে বেসামরিক নাগরিকরা একটি ক্রমবর্ধমান মানবিক সংকটের বলয়ে আটকা পড়ে আছে।
পররাষ্ট্র মন্ত্রকের দ্বিতীয় ঊর্ধ্বতন ওই কর্মকর্তা সংবাদদাতাদের বলেছেন, বিবদমান পক্ষগুলির মধ্যে একটি "প্রবল উপলব্ধি" ছিল যে, কোনও রকম গ্রহণযোগ্য সামরিক সমাধান বলতে গেলে প্রায় সুদূর পরাহত।
কর্মকর্তাটি বলেন, এখন পর্যন্ত একটি দীর্ঘ যুদ্ধবিরতি এবং বিস্তৃত শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের ইচ্ছার কোনও প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে না।