জোকোভিচের ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়, রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম

সার্বিয়ার নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ক্যাসপার রুডের বিরুদ্ধে জয়ের পরের মুহূর্ত। ১১জুন ২০২৩।

৩৬ বছর বয়সেও নোভাক জোকোভিচ টেনিসে তার আধিপত্য বজায় রাখলেন। রোলা গাঁরো-র টেনিস কোর্টে অনবদ্য খেলা প্রদর্শন করে তিনি জিতে নিলেন ফ্রেঞ্চ ওপেন টেনিস শিরোপা। এটি তার রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম। তিনি নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে পরাজিত করেন।

এই জয়ের ফলে ৩৬ বছর বয়ষ্ক জোকোভিচ ১৮০০ সালের পর থেকে টেনিসের ইতিহাসে সর্বাধিক সিঙ্গেলস শিরোপাধারী অপর খেলোয়াড় রাফায়েল নাদালের চাইতে এগিয়ে গেলেন।

নাদাল আহত থাকায় এই টুর্নামেন্টে খেলেননি। তিনি ১৪ বার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছেন।

জোকোভিচ একমাত্র খেলোয়াড় যিনি টেনিস অঙ্গনে প্রতিটি বড় টুর্নামেন্টে অন্তত তিনবার শিরোপা জিতেছেন। এর আগে ২০১৬ এবং ২০২১ সালে তিনি ফ্রেঞ্চ ওপেন জেতেন। এছাড়াও তিনি ১০বার অস্ট্রেলিয়ান ওপেন, ৭বার উইম্বল্ডন, ৩বার ইউএস ওপেন জিতেছেন।

৩ জুলাই থেকে শুরু হচ্ছে উইম্বলডন টেনিস যেখানে জোকোভিচ খেলার কথা রয়েছে।