পোপ সেরে উঠছেন,তবে রবিবারের আশীর্বাদে থাকবেন না

রোমের আগস্তিনো গেমেলি পলিক্লিনিকের বারান্দায় দাঁড়িয়ে আছেন পোপ ফ্রান্সিস; (ফাইল ফটো) ১১ জুলাই ২০২১।

পোপ ফ্রান্সিস অস্ত্রোপচার থেকে ভালভাবেই সুস্থ হয়ে উঠছেন। তবে, চিকিৎসকরা তাকে হাসপাতালের বারান্দা থেকে রবিবারের আশীর্বাদ না দেয়ার পরামর্শ দিয়েছেন; যাতে তার তলপেটে চাপ না পড়ে।

গেমেলি হাসপাতালে সংবাদদাতাদের ব্রিফিংকালে শনিবার প্রধান শল্যচিকিৎসক সের্জিও আলফিয়েরি বলেন, ৮৬ বছর বয়সী পোপ চিকিৎসকদের পরামর্শের সঙ্গে একমত হয়েছেন যে তিনি অন্তত আগামী সপ্তাহ পর্যন্ত সেখানে থাকবেন।

তলপেটের হার্নিয়া সারিয়ে তুলতে, বুধবার পোপ ফ্রান্সিসের শরীরে তিন ঘন্টা ধরে অস্ত্রোপচার করা হয়।

আলফিয়েরি বলেন, ২০২১ সালে একই হাসপাতালে শেষবার পোপের অস্ত্রোপচার হয়েছিলো। সেই সময় তিনি বারান্দায় দাঁড়িয়ে আশীর্বাদ করেছিলেন। তবে, সেই আশীর্বাদ তিনি করেছিলেন অন্ত্রের অস্ত্রোপচারের সাত দিন পর।

তিনি বলেন, “যতবার তিনি বিছানা থেকে উঠছেন এবং আরাম কেদারায় বসছেন, ততবার তার তলপেটে চাপ পড়ছে। মাত্র তিন দিন কেটেছে। আমরা পবিত্র পিতাকে বিচক্ষণতা অবলম্বন করতে ও (বারান্দায় দাঁড়ানোর) চাপ এড়াতে অনুরোধ করেছি।”

তিনি আরো বলেন, পোপের শিরা থেকে শুক্রবার নল খুলে নেয়া হয়েছে। আর, এখন তিনি আধা-শক্ত খাবার খাচ্ছেন। সবগুলো চিকিৎসা-সূচক স্বাভাবিক রয়েছে। হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই।